Background

I'm Nandita Bhowmik

Writer

Poem, Song, Story

Welcome to my creative space. I write poems, songs, and stories that explore the beauty and complexity of life. Dive into my works or get in touch to collaborate.

Ordho Projapoti Book Cover
অর্ধ প্রজাপতি

Ordho Projapoti

"জীবন যখন শেষ হবে, ধুলোয় মিলাবে এই দেহ,
তবুও রইবে উঁকি দিয়ে প্রেমেরই অমর এক স্নেহ।
ভালোবাসা নামের সেই নদী বয়ে যাবে যুগে যুগান্তরে,
মিশে যাবে সাগরেতে, তবু তার তৃষ্ণা রবে অমরে।"

A collection of poems that explores the journey of self-discovery, love, and the eternal dance between dreams and reality.

Get the Book

Latest music i discovered

মন আমার মানছে না বারণ
শুনছেনা
কোন কারণ
বুঝতেও চাইছি না খুঁজেও পাচ্ছি না মন
খারাপের কারণ
সুখের চাদরে
সোহাগ আদরে
যারে বাঁধি তোমার তরে দিন শেষে হায়
সুখের চাদরে
সোহাগ আদরে
যারে বাঁধি তোমার তরে কেন চলে যায়
নাই তবু তার স্পর্শ মনে, মন করে শিহরণ!
ভাবি পাবো তারে খুব করে, ভেবে যায় এ মন।
নাই তবু তার স্পর্শ মনে, মন করে শিহরণ!
ভাবি পাবো তারে খুব করে, ভেবে যায় এ মন।
♪♪♪
আহা ♪♪♪
এ পথের হাত ধরে ফুল ফোটে পা ঝরে
তারই মাঝো আশা খুঁজি তারই
কালো চিল হয়ে
হারিয়ে বহু দূরে, আঁধারে লুকায়
মন ভারি
নাই তবু তার স্পর্শ মনে, মন করে শিহরণ!
ভাবি পাবো তারে খুব করে ভেবে যায় মন নাই
নাই তবু তার স্পর্শ মনে, মন করে শিহরণ!
তারে খুব করে ভেবে যায় মন তবু তার স্পর্শ
মনে ভোর করে সে হলো ভাবি পাবো তারে খুব
করে ভেবে যায় মন নাই তবু তার স্পর্শ মনে
করে সেম ভাবি পাবো তারে খুব করে ভেবে যায়

Shihoron | শিহরণ | Love Loop (লাভ লুপ)

Ikkshita

0:003:00

Ready to play...